ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

অংশীজনদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত জানাবে কমনওয়েলথ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ১৯ নভেম্বর ২০২৩  
অংশীজনদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত জানাবে কমনওয়েলথ

কমনওয়েলথের প্রাক-নির্বাচন প্রতিনিধিদলের প্রধান লিনফোর্ড এনড্রোস বলেছেন, আগামী কয়েক দিন বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (১৯ নভেম্বর) সকালে কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন প্রধান লিনফোর্ড এনড্রোস।  

তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আগামী নির্বাচন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এ সময় আর ইসি সচিব জাহাংগীর আলম জানান, বৈঠকে তারা নির্বাচন পদ্ধতি, আইন, বিধি-বিধান বিষয়ে জানতে চেয়েছে।

নির্বাচনের পরিবেশ বা অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি।  

এর আগে রোববার সকাল ১০ টায় আগারগাঁও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের সঙ্গে বৈঠকে বসে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের প্রাক-নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন মিশনের চার সদস্যের প্রতিনিধিদল।

এর আগেও বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ভোট পর্যবেক্ষণ নিয়ে বৈঠক করেছে ইসি।

ইতিমধ্যে ইউরোপীয়, যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ভোট পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে। এছাড়া বিদেশি পর্যবেক্ষকদের ভোট পর্যবেক্ষণের জন্য দূতাবাসগুলোর মাধ্যমে ২১ নভেম্বরের মধ্যে আবেদনও আহ্বান করেছে ইসি।

সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

ঢাকা/হাসান/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়