ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পোশাক শ্রমিকদের জন্য রেশনিং নিশ্চিত করার দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ১৭ মে ২০২৪  
পোশাক শ্রমিকদের জন্য রেশনিং নিশ্চিত করার দাবি

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে আরএমজি ওয়ার্কার্স ফোরাম

পোশাক শিল্পের শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা নিশ্চিত ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে আরএমজি ওয়ার্কার্স ফোরাম। শুক্রবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে আরএমজি ওয়ার্কার্স ফোরামের সভাপতি বিলকিস বেগম বলেন, তৈরী পোশাক শিল্পের শ্রমিকরা দ্রব্যমূল্য বাড়ার কারণে পুষ্টিকর খাবার, সন্তানের শিক্ষা ও চিকিৎসাসহ অন্যান্য মৌলিক চাহিদা মেটাতে পারছেন না। তাদের বাঁচার মতো মজুরি ও রেশনিং ব্যবস্থা নিশ্চিত এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পোশাক শ্রমিকদের অবদান অনস্বীকার্য। আরএমজি ওয়ার্কার্স ফোরাম ২০১৮ সাল থেকে পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। আরএমজি ওয়ার্কার্স ফোরাম বাংলাদেশে শতাধিক কারখানার শ্রমিক প্রতিনিধিদের নিয়ে গঠিত।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক ঊর্মি আক্তার, সহ-সাধারণ সম্পাদক লিলি বেগম, ফোরামের অন্যান্য নেতাসহ বিভিন্ন কারখানার ইউনিয়নের নেতারা বক্তব্য দেন। 

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়