ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা

আহত চালক ও সহকারী ঢামেকে চিকিৎসাধীন

প্রকাশিত: ১৪:৫০, ১৩ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৪:৫১, ১৩ ডিসেম্বর ২০২৩
আহত চালক ও সহকারী ঢামেকে চিকিৎসাধীন

গাজীপুরে ক্ষতিগ্রস্ত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় ইঞ্জিন ও সাতটি বগি লাইনচ্যুত হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। ট্রেনের কয়েকটি বগি দুমড়ে মুচড়ে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। আহতদের মধ্যে আছেন চালক মো. ইমদাদুল হক (৫৭) ও সহকারী চালক মো.সবুজ মিয়া (৩০)। তারা দুজনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় আহত চালক ও সহকারী চালককে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

চালক ইমদাদুল নেত্রকোনার কেন্দুয়া থানার সিলিমপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। আর সহকারী চালক সবুজ মিয়া ময়মনসিংহের গৌরীপুর থানার মাওহা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।

নাশকতার উদ্দেশ্যে গাজীপুরে গ্যাস কাটার দিয়ে রেললাইন কেটে ফেলায় মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হয়। রেললাইনের প্রায় ২০ ফুট অংশ কেটে ফেলা হয় বলে জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক।

/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়