ঢাকা     রোববার   ১০ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৬ ১৪৩১

বংশালে জুতার কারখানায় শর্ট সার্কিটের আগুনে দগ্ধ ২

প্রকাশিত: ২১:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২৪  
বংশালে জুতার কারখানায় শর্ট সার্কিটের আগুনে দগ্ধ ২

রাজধানীর বংশালের সিদ্দিক বাজারে জুতার ফ্যাক্টরিতে শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা হলেন— তোফাজ্জল হোসেন (২৪) ও বাহার উদ্দিন (২৭)

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোলায়েম জানান, আমরা সবাই জুতার কারখানায় কাজ করি। জুতার সলিউশন আঠায় গ্যাস জমে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। এতে করে আমাদের দুইজন সহকর্মী দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে, তবে দগ্ধের পরিমাণ এখনো জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সিদ্দিক বাজারে জুতার কারখানায় শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দগ্ধ দুই জনকে ঢাকা মেডিক্যালে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়