ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘রবি-সোমবার মোবাইল ইন্টারনেট চালুর পরিকল্পনা’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ২৬ জুলাই ২০২৪   আপডেট: ১৪:২৭, ২৬ জুলাই ২০২৪
‘রবি-সোমবার মোবাইল ইন্টারনেট চালুর পরিকল্পনা’

পাঁচ দিন বন্ধ থাকার পর গত ২৩ জুলাই রাতে দেশজুড়ে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হলেও বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে বন্ধ রাখা মোবাইল ইন্টারনেট পরিষেবা আগামী সপ্তাহের শুরুর দিকে চালু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শুক্রবার বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এখনও মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে রবি-সোমবারে চালু করার পরিকল্পনা আছে।’

উল্লেখ্য যে, কোটা সংস্কার আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। এরপর পরিস্থিতির আরো অবনতি হলে বৃহস্পতিবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়।

তবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা সচল হলেও গ্রাহকদের অভিযোগ তারা নেটের গতি আগের মতো পাচ্ছেন না। ইন্টারনেটের গতি বৃদ্ধি করতে গুগলের ক্যাশ সার্ভার চালুর জন্য ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের নির্দেশনা দিয়েছে বিটিআরসি। আপাতত ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বন্ধ করে রাখা হয়েছে। তবে, ইউটিউব চলবে বলেও জানিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। 

জানা গেছে, দেশের আইন ও সরকারের নির্দেশনা না মানায় বন্ধ থাকবে মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। তবে, যদি ফেসবুক সরকারের নির্দেশনা মানার নিশ্চয়তা দেয়, তখনই এটি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

তারা//

সর্বশেষ

পাঠকপ্রিয়