ঢাকা     বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৩ ১৪৩১

শহিদ দিবসে বইমেলায় ভিড় বাড়লেও বই বিক্রি বাড়েনি

ঢাবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ২১ ফেব্রুয়ারি ২০২৪  
শহিদ দিবসে বইমেলায় ভিড় বাড়লেও বই বিক্রি বাড়েনি

মহান শহিদ দিবসে (২১ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় অন্যান্য দিনের চেয়ে বেশি ভিড় দেখা গেছে। তবে, সেই অনুপাতে বই বিক্রি বাড়েনি বলে জানিয়েছেন বিক্রেতারা। 

বিভিন্ন স্টলের বিক্রয়কর্মীরা বলেছেন, বইমেলায় আগের চেয়ে জনসমাগম বেশি থাকলেও কেউ সেভাবে বই কিনছে না। আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনেক মানুষ বইমেলায় এসেছেন। তাদের মধ্যে বেশিরভাগই স্টলে স্টলে ঘুরছেন, কিন্তু বই কিনছেন না। 

পাঞ্জেরী পাবলিকেশনসের স্টলের বিক্রয়কর্মী রাইজিংবিডিকে বলেছেন, ‘বইমেলায় অন্য দিনের তুলনায় দর্শনার্থী বেড়েছে। কিন্তু, বই ক্রেতা সেভাবে বাড়েনি। আমরা যেরকম আশা করেছিলাম, তার ৬০ শতাংশ বইও বিক্রি হয়নি। তবে, আমরা আশাবাদী, বাকি দিনগুলোতে দর্শনার্থীর পাশাপাশি বই বিক্রি বাড়বে।’

বইমেলায় আসা এক ব্যক্তি বলেন, মেলায় তেমন ভালো লেখকের বই খুঁজে পাচ্ছি না। হয়ত আগেই বিক্রি হয়ে গেছে। বেলায় মানসম্পন্ন বইয়ের চেয়ে মূল্যহীন বই বেশি। বইয়ের দামও অনেক বেশি।

মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের শিক্ষার্থী মামুন বলেন, ‘গতবারের তুলনায় এবার স্টল বেশি থাকলেও মানসম্পন্ন বই কম। উল্লেখযোগ্য কিছু প্রকাশনী ছাড়া বেশিরভাগ স্টলে মানহীন বই বেশি।’

মহান শহিদ দিবসে ভোর থেকেই অনেকে কেন্দ্রীয় শহিদ মিনারে আসেন ভাষাশহিদদের শ্রদ্ধা জানাতে। তাদের অনেকেই নিকটবর্তী বইমেলায় যান। সারা দিন অসংখ্য মানুষকে মেলায় ঢুকতে দেখা গেছে। 

হারুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়