ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের মা মারা গেছেন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০২৪  
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের মা মারা গেছেন

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকীর মা হামিদা বেগম মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন। মরহুমার বয়স হয়েছিল ১০০ বছর। 

হামিদা বেগম মৃত্যুকালে তিন ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার নামাজে জানাজা ২১ ফেব্রুয়ারি বাদ জোহর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার দত্তপাড়া গ্রামে সম্পন্ন হয়। এরপর স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

হামিদা বেগমের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ঢাকা/হাসান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়