ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

৭ দাবিতে ঢাকায় সিএনজি অটোরিকশা চালকদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ২৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৫:১০, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
৭ দাবিতে ঢাকায় সিএনজি অটোরিকশা চালকদের সমাবেশ

নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মানিকগঞ্জ জেলার সিংগাইরে ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চলাচলের সুযোগসহ ৭ দাবিতে সমাবেশ করেছে অটোরিকশা চালকরা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ দাবি জানায় ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে আন্দোলন-সংগ্রামের পথ বেছে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনের নেতারা।

পরিষদের সদস্য সচিব মো. গোলাপ হোসেন সিদ্দিকি বলেন, সিএনজি অটোরিকশা পরিচালনায় সরকারি যে নিয়মনীতি রয়েছে, তা দুঃশাসনে পরিণত হয়েছে। সিএনজি অটোরিকশা জগতে সুশাসন বলে কিছু নেই। সর্বক্ষেত্রে নৈরাজ্য ও বিশৃঙ্খলা চলছে।

তিনি আরও বলেন, সিএনজি অটোরিকশা খাতে শৃঙ্খলা আনতে সরকারের আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা উচিত। দাবি আদায় না হলে আমাদের আন্দোলন সংগ্রাম করা ছাড়া কোনো উপায় থাকবে না।

সমাবেশে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের আহ্বায়ক শেখ হানিফসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

মামুন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়