ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

বাংলাদেশ সরকারকে চাপ দিতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি 

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৪  
বাংলাদেশ সরকারকে চাপ দিতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি 

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে স্বীকৃতি না দিতে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক চাপ প্রয়োগের অনুরোধ জানিয়ে ব্রিটিশ এমপি ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ডেমোক্রেসি ওয়ার্কিং গ্রুপ। 

এ বিষয়ে গত ২১ ফেব্রুয়ারি লন্ডনে সংবাদ সম্মেলন করে ডেমোক্রেসি ওয়ার্কিং গ্রুপ। এ সময় সংগঠনটির আহ্বায়ক শরিফুল ইসলাম বলেছেন, সরকারের দমন-পীড়নে দেশের মানুষের আজ বাকস্বাধীনতা নেই। গণমাধ্যমও বলা যায় সরকারের কুক্ষিগত। বাংলাদেশে ভোটের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক মহল যেন সরকারকে চাপ দেয়, সেটাই সংগঠনটির উদ্দেশ্য। আমরা আশা করছি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এ আবেদনে সাড়া দেবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—ডেমোক্রেসি ওয়ার্কিং গ্রুপের সদস্য মোস্তফা ইকবাল, হাসান মোরশেদ, হাবিব মো ইবনে আজিজ, মো. কায়েস মাহমুদ, মো. আব্দুল্লাহ-আল-মামুন, আবুল মান্সুর, আবু বক্কর সিদ্দিক, মো. ইবনে আহমেদ, সাহেদ আলম, শাহ জামান আবেদ, মো. শহীদুল ইসলাম প্রমুখ।

হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ