ঢাকা     রোববার   ১০ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৬ ১৪৩১

‘সমঅধিকার নিশ্চিত করতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ৩ মার্চ ২০২৪   আপডেট: ২১:৩৫, ৩ মার্চ ২০২৪
‘সমঅধিকার নিশ্চিত করতে হবে’

নারীর প্রতি নির্যাতন ও বৈষম্য দূর করতে উত্তরাধিকারে নারীর সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, উত্তরাধিকারে সমান অধিকার না থাকায় নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়ন বাধাগ্রস্থ হচ্ছে। উত্তরাধিকারে নারীর সমান অধিকার এটি শুধু আজকের দাবি না, বরং মুক্তিযুদ্ধের চেতনার মধ্যেই নিহিত। তাই এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। 

রোববার (৩ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত ‘বৈষম্য দূর করার জন্য উত্তরাধিকারে নারীর সমান অধিকার চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। 

বিএনপিএস’র নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান, ল’ কমিশনের লেজিসলেটিভ ড্রাফটসম্যান আবেদা সুলতানা, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার সাবরিনা জারিন, মহিলা পরিষদের সভানেত্রী ডা. ফৌজিয়া মোসলেম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার তানিয়া আমীর ও বিএনপিএস’র পরিচালক শাহনাজ সুমী। 

বৈঠকে ড. মিজানুর রহমান বলেন, নারীরা নানাভাবে অধিকার বঞ্চিত। আজও কেন এত নারীরা ভূমিহীন? শুধুমাত্র আইন পরিবর্তন বা সংশোধন যথেষ্ট হবে কিনা, তা নিয়ে ভাবার দরকার। আইন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনী সহায়তা কিভাবে দেওয়া হবে, সামাজিক আন্দোলনে পরুষের অংশগ্রহণ ও ভূমিকা কেমন হবে, কিভাবে পরুষদের সম্পৃক্ততার বৃদ্ধি করা যায় এই সব বিষয়ে আরো চিন্তা করতে হবে।

ব্যারিষ্টার সাবরিনা জারিন বলেন, বৈষম্যমূলক উত্তারাধিকার আইনটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়া সত্ত্বেও পরিবর্তন না হওয়ার পেছনে পুরুষতান্ত্রিক মন মানসিকতাই দায়ী। আর নারী ও কন্যা শিশুর প্রতিবৈষম্য ও নির্যাতন সরাসরি পারিবারিক সম্পত্তিতে নারীর সমঅধিকার না থাকার বিষয়টি জড়িত।

ড. এস এম মাসুম বিল্লাহ বলেন, মহান মুক্তিযুদ্ধে নারীরাও সমানভাবে অবদান রেখেছেন। তাহলে নারীর অধিকার কেন সমান হবে না? স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশে ১৯৩৭ সালের আইন বহাল রয়েছে। তাই উত্তারাধিকার আইনসহ মৌলিক অধিকার পরিপন্থী আইনগুলো পরিবর্তন করা অত্যন্ত জরুরি।  

ড. ফৌজিয়া মোসলেম বলেন, সব আইন সংবিধানের আলোকে তৈরি ও বাস্তবায়ন করা হচ্ছে। শুধুমাত্র এই আইনটি সংশোধন করা হচ্ছে না। অবিলম্বে অভিন্ন ও সার্বজনীন পারিবারিক আইন প্রণয়ন ও চালু করে নারীর প্রতি বৈষম্য ও নির্যাতন বন্ধ করার পথ সুগম করার আহ্বান জানান তিনি।

ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, ধর্মীয় অনুশাসন অনুযায়ী পারিবারিক আইনটি প্রণীত হয়েছে। তা এখনো কার্যকরী আছে। যা নারীর জন্য বৈষম্য ও নির্যাতনের উৎস্যে পরিণত হয়েছে। অথচ সংবিধান হচ্ছে, সর্বোচ্চ আইন। যেখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকারের স্বীকৃতি পেয়েছে। তাই  সর্বজনীন পারিবারিক আইন দ্রুত প্রণয়ন করা রাষ্ট্রের কর্তব্য। 

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর বলেন, সংবিধান রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমানাধিকার দিয়েছে। কিন্তু, এখনো দেশের নারী সমাজকে ব্যাপক বৈষম্য ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। নারীর প্রতি বিদ্যমান বৈষম্যের মূলস্তম্ভ উত্তরাধিকারে সমান অধিকার না থাকা। যা সমাজ-রাষ্ট্রে বাল্যবিয়ে ও নারী নির্যাতনসহ চলমান বিভিন্ন উপসর্গের মূল কারণ। এই সংকট মোকাবেলায় নারীর অর্থনৈতিক অবস্থা সৃদৃঢ় করা, তথা উত্তরাধিকারসহ সব সম্পদ ও সম্পত্তিতে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

এএএম/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়