ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

দর্শনার্থীদের পদচারণায় মুখর রমনা পার্ক-চন্দ্রিমা উদ্যান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ১১ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:৩৩, ১১ এপ্রিল ২০২৪

ঈদের আমেজ বইছে দেশজুড়ে। স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। ব্যস্ত নগরী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। নিত্যদিনের যানজটের দেখা নেই। এই সুযোগে ঈদের আনন্দে অনেকে বেড়িয়েছেন ঘুরতে। পরিবারের সদস্যদের নিয়ে ঘুরছেন বিনোদন কেন্দ্রগুলোতে। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবন এলাকা ঘুরে দেখা যায়, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এসব এলাকায়। পরিবারের সদস্যদের নিয়ে ঘুরছেন তারা। সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে রমনা পার্ক ও চন্দ্রিমা উদ্যানে। 

রমনা পার্ক ঘুরে দেখা যায়, সবুজে ঘেরা এ এলাকায় কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে সবুজ ঘাসের ওপর বসে আছেন। বাচ্চারা দৌড়াদৌড়ি, হই-হুল্লোড় করছেন। বাবা-মা তাদের সঙ্গ দিচ্ছেন। লেকের পার্ক ঘেরে গড়ে ওঠা রেলিংয়ে দাঁড়িয়ে গল্প করছেন অনেকে।

এখানে ঘুরতে আসা রবিউল হাসান বলেন, রাজধানীর বুকে এমন সবুজে ঘেরা জায়গা দেখা যাই না। রমনা পার্কে প্রকৃতির স্বাদ নেওয়া যাই। ঈদে গ্রামের বাড়ি যাওয়া হয়নি। তাইতো পরিবারের সদস্যদের নিয়ে বেড়িয়েছি ঘুরতে। ছেলেটা এখানে এসে খুব খুশি। দৌড়াদৌড়ি, হই-হুল্লোড় করছে। বাসায় যেতে চাচ্ছে না।

চন্দ্রিমা উদ্যানে গিয়ে দেখা যাই, দর্শনার্থীদের পদচারণায় মুখর এ এলাকা। লেকের দুই পাশের সিঁড়িতে বসে অনেকে গল্প করছেন। কেউ বসে আছেন জিয়াউর রহমানের মাজারের সবুজ ঘাসের ওপর। সেখান থেকে বেরিয়ে অনেকে যাচ্ছেন জাতীয় সংসদ ভবন এলাকার সামনে। ফুটপাত ধরে হাঁটছেন মনের আনন্দে।

সেখানে কথা হয় আরিয়ান নামে এক যুবকের সাথে। সে জানায়, বন্ধুদের সাথে ঘুরতে এসেছি। খুব ভালো লাগছে। কোনো যানজট নাই। চন্দ্রিমা উদ্যান ও সংসদ ভবন পাশাপাশি হওয়ায় দুই জায়গা এক সাথে ঘুরতে পারবো। আর আজকের পরিবেশটাও সুন্দর।

এদিকে, ফাঁকা রাজধানীতে যানবাহন চলছে কম। ঘুরতে আসা দর্শনার্থীদের সিএনজি, রিকশায় করে যেতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। অনেক জায়গায় তর্কাতর্কির ঘটনা ঘটতেও দেখা গেছে।

ঢাকা/মামুন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়