ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

ময়মনসিংহে ব্রাহ্মপুত্র নদীর ওপর সেতু নির্মাণের প্রস্তাব অনুমোদন

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ২৭ মে ২০২৪  
ময়মনসিংহে ব্রাহ্মপুত্র নদীর ওপর সেতু নির্মাণের প্রস্তাব অনুমোদন

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদীর ওপর ১২৫ কোটি টাকা ব্যয়ে ৭৩১ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়া, বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ বৃদ্ধির কারণে কোটি টাকা ভেরিয়েশনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এ দুটি প্রকল্পে মোট ব্যয় হবে ১২৮ কোটি ১৮ লাখ ৭ হাজার ৬৪৩ টাকা।

সোমবার (২৭মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাব দুটিতে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভা শেষে অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের বাস্তবায়ন ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান। তিনি বলেন, ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ব্রাহ্মপুত্র নদীর xপর ৭৩০.৯০ মিটার ব্রিজ নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের আওতায় ময়মনসিংহ সদর উপজেলায় ব্রাহ্মপুত্র নদীর ওপর ৭৩০.৯০ মিটার ব্রিজ নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে দুটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। দুটি প্রস্তাবই কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১২৫ কোটি টাকা।

সচিব বলেন, ‘বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র’ প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ বৃদ্ধির ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে (১) ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিজাইন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এবং (২) এসিই, ঢাকাকে ২১ কোটি ২৫ লাখ ২২ হাজার ৫৬০ টাকায় নিয়োগের চুক্তি করা হয়, যার মেয়াদ ২০২৩ সালের ৩০ জুন তারিখ শেষ হয়। ৩য় সংশোধিত ডিপিপি অনুযায়ী প্রকল্পের মেয়াদ চলমান থাকায় পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত ১৮ মাস বৃদ্ধির জন্য ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৩ কোটি ১৮ লাখ ৭ হাজার ৬৪৩ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

হাসনাত/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়