ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

ঢাকায় রাশিয়ান গ্রন্থাগার দিবস উদযাপন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ২৯ মে ২০২৪  
ঢাকায় রাশিয়ান গ্রন্থাগার দিবস উদযাপন

ঢাকাস্থ রাশিয়ান হাউসে সোমবার (২৭ মে) রাশিয়ান গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়। 

অনুষ্ঠানের শুরুতে ডভোয়চেঙ্কোভ রাশিয়ান লাইব্রেরি ডে’র গুরুত্ব ব্যাখ্যা করেন এবং রাশিয়ার সমৃদ্ধ সাহিত্যিক ঐতিহ্যের প্রশংসা করেন। এরপর প্রকৌশলী আব্দুস সোবহান রাশিয়ান লেখকদের রচনার বাংলা অনুবাদের গুরুত্বের ওপর একটি বক্তৃতা দেন। ওলগা রায় রাশিয়ান লাইব্রেরি ডে’র ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। এছাড়া ক্যারিনা ভ্যাসিলেভা রাশিয়ান ভাষা শেখা এবং রাশিয়ান সংস্কৃতি সম্পর্কে জানার গুরুত্বের ওপর বক্তৃতা দেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মস্কোর লাইব্রেরি সম্পর্কে একটি উপস্থাপনা এবং বিখ্যাত রাশিয়ান লেখক ফিওদর দস্তয়েভস্কির জীবন ও কর্ম সম্পর্কে একটি তথ্যচিত্র।  

রাশিয়ান লাইব্রেরি ডে উদযাপনের মাধ্যমে রাশিয়ান সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি বাংলাদেশের জনগণের আগ্রহ বাড়ানোর চেষ্টা করা হয়েছে। অনুষ্ঠানটি রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়াতে অবদান রাখবে বলে আশা করছে ঢাকাস্থ রাশিয়ান হাউজ।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়