ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কয়েস লোদীর রিট পিটিশন প্রত্যাহার

বদর উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১৪ ডিসেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কয়েস লোদীর রিট পিটিশন প্রত্যাহার

সিলেট সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, সিলেট  : সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন নিয়ে করা রিট পিটিশন প্রত্যাহার করে নিয়েছেন প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী।

রোববার সকালে বিচারপতি নাঈমা হায়দার ও জাহাঙ্গীর হোসেনের আদালতে আবেদন করে রিট পিটিশনটি প্রত্যাহার করে নেন লোদী।

গত ২০ অক্টোবর কয়েস লোদীকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব না দিয়েই সিসিকের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী চীন সফরে যাওয়ায় লোদী পরদিন হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। পিটিশনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, মেয়র আরিফুল হক চৌধুরী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবকে প্রতিপক্ষ করা হয়।

প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী  বলেন, সিসিকের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী দেশে ফেরার পর ওই রিট পিটিশন চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। তাই আবেদন প্রত্যাহার করে নিয়েছি।

কয়েস লোদীর আইনজীবী মোশতাক আহমদ  জানান, নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত মেয়রের দাযিত্ব না দিয়ে চীন সফরে যান। এর প্রেক্ষিতে লোদী রিট পিটিশন দায়ের করেন। কিন্তু আরিফ দেশে ফিরে আসায় এই রিট পিটিশন চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা লোপ পেয়েছে। তাই কয়েস লোদীর পক্ষে আদালতে আবেদন করে পিটিশনটি প্রত্যাহার করে নেয়া হয়েছে।

 

 

 

 


রাইজিংবিডি/সিলেট/১৪ ডিসেম্বর ২০১৪/বদর উদ্দিন/রিশিত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়