লেহাজ উদ্দিনের মৃত্যু, জাপা চেয়ারম্যানের শোক

গোলাম মোহাম্মদ কাদের। ফাইল ছবি
জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম প্রাদেশিক বিষয়ক সম্পাদক ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সহ-সভাপতি মো. নাজিম উদ্দীন ভূঁইয়ার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা লেহাজ উদ্দিন ভূঁইয়া রোববার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন)।
তিনি পুত্র কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা লেহাজ উদ্দিন ভূঁইয়ার মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
পৃথক এক শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি, মরহুম বীর মুক্তিযোদ্ধা লেহাজ উদ্দিন ভূঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।মরহুমের নামাযে জানাযা আজ বাদ যোহর কাওলা সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
/নঈমুদ্দীন/সাইফ/
আরো পড়ুন