বিএনপির নেতা এ্যানি আটক

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (ফাইল ফটো)
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বড় ভাই হ্যাপি চৌধুরীর বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, কী কারণে এ্যানিকে আটক করা হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় চলছে। গ্রেপ্তার করা হয়েছে বিএনপির সিনিয়র নেতাসহ দলটির অনেক কর্মীকে। সে ধারাবাহিকতায় এ্যানিকেও আটক করা হয়েছে।
এমএ/রফিক