ঢাকায় ফিরেছেন খন্দকার মোশাররফ হোসেন
ছবি: গতকাল সিঙ্গাপুর বিমান বন্দরে তোলা
গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত একটায় সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল থেকে চিকিৎসা শেষে- চিকিৎসকদের পরামর্শক্রমে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ঢাকায় এসে পৌঁছেছেন।
সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শক্রমে তার বাসায় ৪ থেকে ৬ মাস পূর্ণ বিশ্রামে থাকবেন। তার ব্রেইনে অপারেশন হওয়ার কারণে আগামী ৪ মাস কোনো ধরনের জনসমাগম ও কারো সাথে সাক্ষাৎ থেকে বিরত থাকতে তাকে চিকিৎসকরা নির্দেশনা দিয়েছেন।
ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতার জন্য তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
/মেয়া/এসবি/