ঢাবি ছাত্রদল সভাপতি সোহেল কারামুক্ত
প্রায় দুই মাস পর জামিনে কারামুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে তিনি নিজেই জানিয়েছেন। এ সময় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
মুক্তির পর নেতাকর্মীদের উদ্দেশ্যে সোহেল বলেন, তাদের গণতান্ত্রিক আন্দোলন শেষ হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধার আর ভোটাধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথের লড়াই চলবে।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর রাজধানীর রায়েরবাগ থেকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে খোরশেদ আলম সোহেলসহ ১১ জনকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ।
মেয়া/এনএইচ