ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

আকরামুজ্জামানের গ্রেপ্তার দাবি ইসলামী ফ্রন্টের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ২৭ ফেব্রুয়ারি ২০২৪  
আকরামুজ্জামানের গ্রেপ্তার দাবি ইসলামী ফ্রন্টের

পবিত্র শবে বরাত নিয়ে আপত্তিকর কথা বলায় মৌলভী আকরামুজ্জামানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচিতে এ দাবি জানান দলটির নেতারা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর ইসলামী ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হাকিম। 

বক্তারা বলেন, কোরআন ও হাদিসে স্বীকৃত এবং প্রমাণিত শবে বরাত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য মুসলিম সমাজের কেউ স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। 

মৌলভী আকরামুজ্জামানকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতারা।

বিক্ষোভ কর্মসূচিতে আরও বক্তব‌্য রাখেন— বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা কাজী মুহাম্মদ জসিম উদ্দিন নুরী, ফিরোজ আহমদ, মুহিব্বুল্লাহ সিদ্দিকী ইয়ামেনী, মোহাম্মদ আরিফ, মুহাম্মদ মহিউদ্দিন মাইজভাণ্ডারী, মোহাম্মদ আবদুল হাই, ইফরাদুল ইসলাম, সাইফুল ইসলাম ও আবুল হাসান প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাধায় কর্মসূচি শেষ হয়।

নঈমুদ্দীন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়