ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

চিকিৎসা শেষে সস্ত্রীক দেশে ফিরলেন আব্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ২৫ মে ২০২৪  
চিকিৎসা শেষে সস্ত্রীক দেশে ফিরলেন আব্বাস

ফাইল ফটো

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিএনপির সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাস। শুক্রবার সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। সেখানে থেকে বেরিয়ে রাজধানীর শাহজাহানপুরের বাসায় যান তারা।

উল্লেখ্য, গত ১৪ মে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস।

এমএ/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়