ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

‘বিব্রত’ কুক এখন ‘গর্বিত’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২৮ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিব্রত’ কুক এখন ‘গর্বিত’

অপরাজিত ডাবল সেঞ্চুরি করে ফিরছেন কুক

ক্রীড়া ডেস্ক : আগস্টে এজবাস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ডাবল সেঞ্চুরি। এরপর ১০ ইনিংসে নেই কোনো ফিফটি, অ্যালিস্টার কুকের ১২ বছরের ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ ফিফটি-খরা। অ্যাশেজের প্রথম তিন টেস্টের ছয় ইনিংস মিলিয়ে রান মাত্র ৮৩। এমন পাফরম্যান্সে নিজের কাছেই ‘বিব্রত’ হয়েছিলেন ইংলিশ ওপেনার। তবে মেলবোর্ন টেস্টে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরির পর নিজেকে ‘গর্বিত’ মনে করছেন ৩৩ বছর বয়সি এই ব্যাটসম্যান।

ব্রিসবেন, অ্যাডিলেড, পার্থ- কোথাও উইকেটে থিতু হতে পারেননি কুক। উইকেটে এক ঘণ্টাও টিকতে পারেননি। সব মিলিয়ে শেষ ১০ ইনিংসে সর্বোচ্চ রান ছিল ৩৭। সেই কুক মেলবোর্নে ১০ ঘণ্টার বেশি সময় ধরে উইকেটে টিকে আছেন। দ্বিতীয় দিনেই তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। সেটিকে বৃহস্পতিবার তৃতীয় দিনে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। দিন শেষে অপরাজিত আছেন ২৪৪ রানে। 

তৃতীয় দিনের খেলা শেষে কুক ‘বিটি স্পোর্ট’কে বলেছেন, ‘গত রাতে আমি কিছুটা নির্ভার অনুভব করছিলাম এবং আমি আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। আজ আমি গর্বিত যে, নিজেকে ফিরে পেয়েছি, নিজেকে খেলার মধ্যে পেয়ে বড় ইনিংস খেলেছি।’

কুকের দিনে নিজেকে ফিরে পেয়েছেন স্টুয়ার্ট ব্রডও। নবম উইকেটে এই দুজন গড়েন ঠিক ১০০ রানের জুটি। অস্ট্রেলিয়ান বোলারদের ওপর চড়াও হয়ে ব্রড ৬৩ বলে করেন ৫৬। কুক শোনালেন সেই জুটির গল্প, ‘আমরা ব্রডকে তার লক্ষ্যে পেয়েছি এবং সে দারুণ খেলেছে। আমি সিঙ্গেল নিয়ে তাকে স্ট্রাইক দিয়েছি এবং সে চার হাঁকিয়ে তাদের (অস্ট্রেলিয়া) বিপর্যস্ত করেছে।’

সফরের প্রথম তিন টেস্টে অফ ফর্মের কারণে নিজেকে কতটা অসহায় মনে হয়েছে, সেটাও জানালেন কুক, ‘এটা সেসব ১০ ঘণ্টার একটি, যেখানে আমি ফিরে দেখব, সবকিছু ঠিকমতো কাজ করেছে। পুরো সফরে ব্যাটিংয়ে ছন্দ ফিরে পেতে বেশ লড়াই করতে হয়েছে আমাকে। আমার পারফরম্যান্স ছিল কিছুটা বিব্রতকর। অবশেষে আজ আমি বড় ইনিংস পেলাম।’

। ইংলিশ ওপেনারের কণ্ঠে লারার জন্য সমবেদনা, ‘আমি ব্রায়ান লারার জন্য কিছুটা দুঃখিত। নিজের নাম ওপরে দেখাটা বিশেষ মুহূর্ত।’ 


রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়