ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

‘অস্ট্রেলিয়া অনেক ভালো সুবিধাদি পায়, আমাদের কোনো অভিযোগ নেই’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ৪ এপ্রিল ২০২৪  
‘অস্ট্রেলিয়া অনেক ভালো সুবিধাদি পায়, আমাদের কোনো অভিযোগ নেই’

‘ওদের সঙ্গে আমাদের পার্থক্যই চলে না। ওদের সঙ্গে খেলি না আমরা। ওরা যেভাবে ক্রিকেট খেলে, যে ওয়েতে, ওদের যে সুযোগ-সুবিধা, পার্থক্য অনেক অনেক বেশি’-টিটোয়েন্টি সিরিজের আগে এমন মন্তব্য করেছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

এবার সিরিজ হারের পর একই সুরে তাল মিলিয়েছেন সহ-অধিনায়ক নাহিদা আক্তার। তবে এই নিয়ে তাদের কোনো অভিযোগ নেই বলেই জানিয়েছেন এই বাঁহাতি স্পিনার। ম্যাচ চলাকালিন জ্যোতি অসুস্থ হওয়ায় ব্যাটিংয়ে নামেন পরে। ছিলেন না পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও। তার পরিবর্তে নাহিদাই সামলান অনুষ্ঠান। আসেন সংবাদ সম্মেলনেও।

নাহিদা বলেন, ‘কোনো সন্দেহ নেই (সুযোগ-সুবিধায় পিছিয়ে। সুবিধাদি বেশি পেলে ভালো হতো কি না), অস্ট্রেলিয়া অনেক ভালো অনুশীলন সুবিধাদি পায়। এতে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের ক্রিকেট বোর্ড চেষ্টা করছে, আমাদের ভালো সুবিধাদি দিতে। আমরা আগের থেকে অনেক ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি। আশা করি, সামনে আরও ভালো সুবিধা পাব।’

সম্প্রতি নারী ক্রিকেট ঢেলে সাজানোর চেষ্টা করছে বোর্ড। বেতন-ভাতা বাড়ানো, বিদেশি কোচ, সিরিজের আগে দেশে বিদেশে ট্রেনিং সুবিধা দেওয়া হচ্ছে। ঘরের মাঠে ভারত-পাকিস্তানের মতো দলের বিপক্ষে ভালো করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বেরিয়ে এসেছে ক্রিকেটারদের দুর্বলতা। 

দক্ষতার দিক থেকেও অজি ক্রিকেটারদের অনেক এগিয়ে রেখেছেন নাহিদা, ‘সন্দেহ নেই, তারা অনেক ভালো ক্রিকেটার। তাদের স্কিল অনেক ওপরে। আমাদের ব্যাটারদের মধ্যেও অনেক ভালো স্কিল আছে। আমাদের মধ্যেও সেঞ্চুরি আসছে, ফিফটি আসছে। আমরা সবসময় এটা বিশ্বাস রাখি, আমাদের যে ব্যাটাররা আছে, তারা আরও ভালো করতে পারবে।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। আজ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারে ৭৭ রানে। এর আগের দুই ম্যাচ ১০ উইকেট ও ৫৮ রানে। ওয়ানডে সিরিজে কোনো ম্যাচেই বাংলাদেশ ১০০ করতে পারেনি।

নাহিদা বলছেন তাদের কাছ থেকে শেখার কথা, ‘ওরা অনেক অভিজ্ঞ প্লেয়ার। অনেকগুলো বিশ্বকাপ জিতেছে। আমরা চেষ্টা করেছি, ওদের বিপক্ষে কীভাবে ভালো ব্যাটিং-বোলিং করা যায়। আমরা ওদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের যে ঘাটতিগুলো হয়েছে, আমরা চেষ্টা করব, সামনের দিনগুলোতে সেগুলো কাটিয়ে ওঠার।’

এ বছর ঘরের মাঠে আছে বিশ্বকাপ। বিশ্বকাপের এমন পারফরম্যান্স দলের জন্য হতাশার কিনা এমন প্রশ্নে নাহিদা জানান, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের আরও খেলা আছে। ভারতের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলব। আমরা চেষ্টা করব, এই সিরিজে যে ঘাটতিগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করার। আমরা আশা করছি, পরবর্তী সিরিজে ভালো খেলার চেষ্টা করব।’

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়