নেইমারের ছবি পিক খেলার ভিডিও এবং সকল খবর

ব্রাজিলিয়ান ফুটবল সেনসেশন নেইমার দ্যা সিলভা সান্তোস জুনিয়র ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি সাও পাওলোতে জন্মগ্রহণ করেন। সান্তোস ক্লাবে ক্যারিয়ার শুরু করা নেইমার খেলেছেন বার্সেলোনাতে। পরবর্তীতে যোগ দেন ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব পিএসজিতে। নেইমারকে বর্তমানে বিশ্বের সেরা ফুটবলারদের একজন মনে করা হয়।