ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সান্তোসের ভরাডুবি, অঝোরে কাঁদলেন নেইমার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ১৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:৫৬, ১৮ আগস্ট ২০২৫
সান্তোসের ভরাডুবি, অঝোরে কাঁদলেন নেইমার

ফুটবল মানেই আবেগ, জয়-পরাজয়ের উচ্ছ্বাস আর কান্না। কিন্তু সান্তোসের হয়ে মাঠে নামা নেইমারের জন্য গত রাতটা যেন দুঃস্বপ্ন হয়ে এল। ব্রাজিলিয়ান সেরি’আ লিগে ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলের ভরাডুবি কেবল সমর্থকদের নয়, নেইমারের নিজের হৃদয়েও রক্তক্ষরণ ঘটিয়েছে।

২০১৪ বিশ্বকাপের ৭-১ গোলের লজ্জাজনক পরাজয় তিনি ইনজুরির কারণে মাঠের বাইরে থেকে দেখেছিলেন। তবে এবার সবার চোখের সামনে মাঠে থেকেও ক্লাবের ভয়াবহ ধস প্রত্যক্ষ করতে হলো ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে। খেলার শেষ বাঁশি বাজার আগেই কান্নায় ভেঙে পড়েন নেইমার। সতীর্থ কিংবা স্টাফ কেউই সেই অশ্রু থামাতে পারেননি।

আরো পড়ুন:

ভাস্কোর গোল উৎসব শুরু হয় ১৮ মিনিটে লুকাস পিটনের গোলে। বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে যেন ঝড় বইয়ে দেয় ভাস্কো। একে একে ডেভিড, কোতিনহো, রায়ান রোচা ও দানিলো নেভেস মিলে গোলের বন্যা বইয়ে দেন। নেইমারের সাবেক সতীর্থ ফিলিপে কোতিনহো দুইবার বল জালে পাঠিয়ে পুরনো বন্ধুর বেদনা আরও গভীর করেন। শেষ পর্যন্ত স্কোরলাইন থামে ৬-০ তে। যা সাম্প্রতিক সময়ে সান্তোসের সবচেয়ে লজ্জাজনক হারের একটি।

ম্যাচশেষে চোখ ভেজা নেইমার বলেন, “আমি লজ্জিত। মাঠে যা ঘটেছে তা কখনো ভুলতে পারব না। সমর্থকদের হতাশা স্বাভাবিক। তারা প্রতিবাদ করতেই পারেন। তবে সহিংসতা ছাড়া। আমার কান্না এসেছিল রাগ থেকে। যা ঘটেছে তার জন্য আমি নিজেকে দায়ী মনে করছি। দুর্ভাগ্যবশত, সাহায্য করতে পারিনি।”

এই লজ্জাজনক হারের পরই সান্তোস কর্তৃপক্ষ বড় পদক্ষেপ নেয়। প্রধান কোচ ক্লেবার হাভিয়েরকে ছাঁটাই করে দেওয়া হয় এবং আনুষ্ঠানিক বিবৃতিতে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়।

এই হারে অবনমন অঞ্চল থেকে উপরে উঠেছে ভাস্কো দা গামা, আর নেইমারদের সান্তোস ডুবে গেছে গভীর সংকটে। সমর্থকদের মনে প্রশ্ন এখন, অসাধারণ প্রতিভাবান নেইমারের ক্যারিয়ারের এই অধ্যায় কোন পথে মোড় নেবে? 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়