ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারও ইনজুরিতে নেইমার, ফিরতে পারবেন ২০২৬ সালে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ২৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১৬:৫৬, ২৬ নভেম্বর ২০২৫
আবারও ইনজুরিতে নেইমার, ফিরতে পারবেন ২০২৬ সালে

দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছেই না নেইমারের। আবারও তিনি চোটে পড়েছেন। এবার হাঁটুতে সমস্যা। এ চোট তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে পাঠাচ্ছে।

এর ফলে চলতি মৌসুমে সান্তোসের হয়ে বাকি তিন ম্যাচেও দেখা যাবে না ব্রাজিলিয়ান সুপারস্টারকে। লিগ টেবিলে ১৭তম স্থানে থাকা সান্তোস রেলিগেশনের শঙ্কায় টিকে থাকার লড়াইয়ে আছে। আর এমন সময়ে নেইমারের অনুপস্থিতি দলটির জন্য বড় দুঃসংবাদ।

আরো পড়ুন:

গত এক সপ্তাহ ধরে নেইমার বাম হাঁটুতে অস্বস্তি টের পাচ্ছিলেন। মঙ্গলবারের (২৫ নভেম্বর) পরীক্ষায় ধরা পড়ে মেনিসকাসে সমস্যা। এ নিয়ে চলতি বছরেই চতুর্থবারের মতো শারীরিক সমস্যায় পড়লেন তিনি। এই নতুন ধাক্কা নেইমারের ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্নকেই আরো ক্ষীণ করে দিল।

সান্তোসের জন্য সামনে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। খেলা ছিল ইন্টারন্যাসিওনালের বিপক্ষে। কিন্তু মিরাসলের বিপক্ষে আগের ম্যাচে হাঁটুর ব্যথা অনুভব করায় সেই ম্যাচেও মাঠে নামতে পারেননি নেইমার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোএসপোর্তে জানিয়েছে, মেডিক্যাল পরীক্ষায় নিশ্চিত হয়েছে তার মেনিসকাসে আঘাত রয়েছে।

এর মানে, সান্তোসের বাকি তিন লিগ ম্যাচেও তাকে পাওয়া যাবে না। যে তিন ম্যাচ দলটির লিগে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে নেইমারের মাঠে ফেরা কার্যত ২০২৬ সালেই গড়াবে।

দুই বছর আগে ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকেই ছন্দ ফিরে পাচ্ছেন না তিনি। এ বছরও একের পর এক চোটে ভুগতে হয়েছে তাতে। সব মিলিয়ে মোটে ২৫ ম্যাচ খেলেছেন। গোল ৭টি। জানুয়ারিতে সান্তোসে ফেরাটা ছিল ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখেই। কিন্তু নিয়তি যেন অন্য পরিকল্পনা করেছিল।

এ অবস্থায় ভিলা বেলমিরোতে তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। মাঠের পারফরম্যান্স ও গোলের সংখ্যা তার বিশাল বেতনকে ন্যায্যতা দিচ্ছে না। আর যদি দলটি রেলিগেট হয় তাহলে নতুন করে চুক্তি করতে পারা প্রায় অসম্ভবই হয়ে যাবে।

নেইমারের জন্য সামনে পথ তাই আরও কঠিন। চোট, অনিশ্চয়তা ও সময়ের বিরুদ্ধে এক লড়াই। 

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়