ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেইমার, তুমি দূর হও!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ১০ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:৪৩, ১০ নভেম্বর ২০২৫
নেইমার, তুমি দূর হও!

ব্রাজিলের সেরি আ-এর ৩৩তম রাউন্ডে ফ্ল্যামেঙ্গো ৩-২ ব্যবধানে সান্তোসকে হারালেও, ম্যাচের রোমাঞ্চ ছাপিয়ে আলোচনায় ছিল এক বিতর্কিত দৃশ্য এবং সেটা নেইমারকে ঘিরে।

ঘটনাটি ঘটে ম্যাচের মাঝপথে। যখন স্কোরবোর্ডে সান্তোসের বিপক্ষে ফ্ল্যামেঙ্গো ৩-০ গোলে এগিয়ে। ঠিক তখন গ্যালারিতে উপস্থিত ছিলেন নেইমার। প্রাক্তন ক্লাবের এই অবস্থায় মাঠ ছাড়তে দেখা যায় তাকে। আর সেটাই যেন ক্ষোভের আগুনে ঘি ঢালে। মুহূর্তের মধ্যেই ফ্ল্যামেঙ্গো সমর্থকেরা শুরু করেন নেইমারবিরোধী স্লোগান।

আরো পড়ুন:

গ্যালারিতে গর্জে ওঠে কটূক্তি, “নেইমার, দূর হও! দ্বিতীয় বিভাগে খেলতেই সান্তোসে ফিরে এসেছ?”

এই তির্যক মন্তব্যে ভেসে যায় গোটা স্টেডিয়াম। কারণ, সান্তোস বর্তমানে সেরি আ-এর পয়েন্ট টেবিলে ১৭তম স্থানে, অর্থাৎ অবনমন অঞ্চলে। ১৬তম স্থানের দল থেকে তারা পিছিয়ে আছে মাত্র দুই পয়েন্টে। বাকি ছয় ম্যাচে সেই ব্যবধান ঘোচানোই এখন তাদের একমাত্র লক্ষ্য।

এদিকে, ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি সম্প্রতি নেইমারকে পরামর্শ দিয়েছেন তার মাঠের পজিশন বদলে খেলতে। যাতে তিনি আবারও নিজের পুরনো ছন্দ ও ধার ফিরে পান। তবে মাঠে যতই ট্যাকটিকাল আলোচনা থাকুক, গ্যালারিতে নেইমারের প্রতি এই ক্ষোভই এখন ব্রাজিলিয়ান ফুটবলের নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।  

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়