ঢাকা     বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

টুইটার, স্কাইপ, ইমো খুলে দেওয়া হয়েছে

নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ১৪ ডিসেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টুইটার, স্কাইপ, ইমো খুলে দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ বন্ধ হয়ে যাওয়া ভাইবার, টুইটার, স্কাইপ, ইমোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সব অ্যাপস খুলে দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এসব অ্যাপস খুলে দেওয়া হয়।


এর আগে রোববার রাতে ভাইবার, টুইটার, স্কাইপ ও ইমো বন্ধের জন্য বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়। সোমবার বিকেলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হামিল গণমাধ্যমকে জানান, শিগগিরই খুলে দেওয়া হচ্ছে এসব মাধ্যম। এর কিছু সময় পরে খুলে দেওয়া হয় অ্যাপসগুলো।

 

তবে টুইটার, ভাইবার, ইমো বন্ধের বিষয়ে কিছু জানেন না বলে সোমবার দুপুরে গণমাধ্যমকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

অন্যদিকে সোমবার সন্ধ্যায় বিটিআরসি সূত্রে জানা যায়, এখন থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ বা খুলে দেওয়ার বিষয়টি ঠিক করবে বিটিআরসি।  

 



রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৫/নঈমুদ্দীন/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়