ঢাকা     বুধবার   ১৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩১ ১৪৩১

মে দিবস 

দাবি আদায়ে প্রেসক্লাবে শ্রমিকদের সমাবেশ-র‌্যালি  

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১ মে ২০২৪  
দাবি আদায়ে প্রেসক্লাবে শ্রমিকদের সমাবেশ-র‌্যালি  

ছবি: মামুন খান

দাবি ও অধিকার আদায়ে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ, র‌্যালি ও শোভাযাত্রা করেছেন শ্রমিকরা।

মে দিবস উপলক্ষে বুধবার (১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল, র‌্যালি, মানববন্ধন ও সমাবেশে করে দিবসটি পালন করছেন।  তুলে ধরেন নিজেদের দাবির কথা।

প্রেসক্লাবে গিয়ে দেখা যায়, সকাল থেকে পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড হাতে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের দাবিতে সম্মলিত হয়েছেন। স্লোগান, স্লোগানে মুখরিত হয়ে ওঠেছে প্রেসক্লাব প্রাঙ্গণ। নারী শ্রমিকদের উপস্থিতিও চোখে পড়ার মতো। নারী শ্রমিকদের মুখে শোনা যায়-‘কর্মক্ষেত্রে নিরাপত্তা,  মাতৃত্বকালীন ছুটি  ৬ মাস করার দাবি।’ ন্যূনতম মজুরি ঘোষণা, ৮ ঘণ্টার কর্মজীবন, মৃত্যুভয়হীন নিরাপদ কর্মক্ষেত্র, শ্রমিকদের জন্য ভর্তুক্তি মূল্যে রেশন চালু, আসন্ন জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ রাখার দাবি জানান।

আরো পড়ুন:

সংগঠনগুলোর মধ্যে রয়েছে-সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, জাতীয় শ্রমিক ফেডারেশন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বহুমুখী শ্রমজীবী হকার সমিতি, জাতীয় শ্রমিক জোট (জেএসজে), বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় স্বাধীনতা শ্রমিক পার্টি, জাতীয় শ্রমিক ফেডারেশন প্রমুখ।

/মামুন/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়