ঢাকা     বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

বিএনপির নেতা-কর্মীদের আদর্শ পকেটে : তারানা

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ১৯ ডিসেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির নেতা-কর্মীদের আদর্শ পকেটে : তারানা

নিজস্ব প্রতিবেদক : ‘বিএনপির নেতা-কর্মীদের কোনো আদর্শ নেই। তাদের আদর্শ পকেটের ভেতরে। বিএনপি ক্ষমতায় যেতে পারবে না, এমন আভাস পেলে নেতা-কর্মীরা তাদের নেত্রীর কাছে যায় না। তখন বিএনপি নেত্রী নেতাকর্মীশূন্যতায় ভোগেন।’

 

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস পড়ে বুঝে নেওয়ার আহ্বান জানান।

 

বিএনপির চেয়ারপারসনের সমালোচনা করে তারানা হালিম বলেন, ‘খালেদা জিয়া কোনোদিন পাকিস্তানি হানাদার, রাজাকার, আলবদর, আল শামস বলেন না। তিনি বলেন ও লেখেন স্বাধীনতাযুদ্ধে দখলদার ও তাদের দোসর। খালেদা জিয়া কোন লজ্জায় পাকিস্তানি হানাদার, রাজাকার, আল বদর, আল শামস বলতে পারেন না।’

 

প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধ নিয়ে পৃথিবীর কোনো রাষ্ট্রের কোনো ধরনের বক্তব্য দেওয়ার নৈতিক, রাষ্ট্রীয় ও সামাজিক অধিকার নেই। তাই তো শেখ হাসিনা বিভিন্ন রাষ্ট্র থেকে যেসব ফোন এসেছে, সবাইকে যুদ্ধাপরাধীর বিচার হবে বলে জানিয়ে দিয়েছেন। বান কি মুন , ইমরান খানকেও একই কথা বলেছেন তিনি।’
পাকিস্তানি ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচার দাবি করে তারানা হালিম বলেন, ‘শিমলা চুক্তি অনুযায়ী, পাকিস্তানি ১৯৫ জন যুদ্ধাপরাধীদের বিচার করবে বলেছিল পাকিস্তান সরকার। তাদের বিচার না করে তারা সমস্ত কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে। প্রয়োজনে এই ১৯৫ জন যুদ্ধাপরাধীর সন্তানদের কাছে তাদের কুকীর্তির কথা তুলে ধরার আহ্বান জানান তিনি।

 

বঙ্গমাতা পরিষদের সোনালী ব্যাংক শাখার সভাপতি মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা ও সংগঠনের নেতারা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৫/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়