প্রবাসী ছেলের মৃত্যুসংবাদে পিতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম
দুবাই প্রবাসী ছেলের মৃত্যুসংবাদ পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন পিতা। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বাঙ্গিলা গ্রামে।
হতভাগ্য পিতার নাম ইয়াকুব আলী সরদার (৭৮)। তিনি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে গত ২২ ডিসেম্বর দিবাগত রাতে ছেলে শাহিন সরদার দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আজ শনিবার বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন মৃত ইয়াকুব আলীর মামাতো ভাই রুহুল আমিন সরদার। তিনি বলেন, ১৬ বছর আগে শাহিন সরদার দুবাই যান। তিনি দুবাই থেকে নিয়মিত অর্থ পাঠাতেন। ওই অর্থ দিয়েই সংসার চলতো। শাহিনের মৃত্যুর খবর গোপন রাখা হয় ইয়াকুব আলীর কাছে। কিন্তু সে ২৮ ডিসেম্বর ছেলের মৃত্যুর সংবাদ জানতে পেরে চিৎকার করে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন। প্রথমে তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে এবং পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শাহিনের মরদেহ দেশে এখনও আনা হয়নি। তবে ইয়াকুব আলীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে শহিনের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন শাহিনের স্ত্রী চম্পা বেগম।
স্বপন/তারা