ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় বিয়ের ৪০ যাত্রীসহ নৌকাডুবি, শিশু নিখোঁজ

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ২৯ ডিসেম্বর ২০২২  
গাইবান্ধায় বিয়ের ৪০ যাত্রীসহ নৌকাডুবি, শিশু নিখোঁজ

গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সীমান্ত চৌভাগিয়া (গাবগাছি) নদীতে বিয়ের ৪০ যাত্রীসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। 

এতে ৩৯ যাত্রী নদীর পাড়ে উঠতে সমর্থ হলেও মোহনী আক্তার (১১) নামের এক শিশু নিখোঁজ রয়েছে।  এতে কনেসহ ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিখোঁজ শিশুর সন্ধানে কাজ শুরু করেছে রংপুর থেকে আগত ডুবুরি দল। 

নিখোঁজ শিশু মোহনী আক্তার গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে। সে তৃতীয় শ্রেণির ছাত্রী। 

স্থানীয়রা জানান, বুধবার (২৮ ডিসেম্বর) গাইবান্ধা শহরের মধ্যপাড়া এলাকার হাবলু মিয়ার ছেলে মানিক মিয়া ফুলছড়ির আদর্শ গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আক্তারের বিয়ে খেতে যায়।

বিয়ের দাওয়াত খাওয়া শেষে বরযাত্রীসহ ৪০ জন একটি নৌকায় করে রাত সাড়ে ৭ টার দিকে সাঘাটা উপজেলার সুইট চেয়ারম্যানের বাড়ির ঘাটে ফিরছিলেন। ফেরার পথে নদীতে ঘন কুয়াশার কারণে ফুলছড়ি-সাঘাটা উপজেলার সীমান্ত এলাকা চৌভাগিয়া (গাবগাছি) এলাকায় অপর একটি নৌকা ধাক্কা দিলে বরযাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা যাত্রীরা নদীর তীরে উঠতে পারলেও এক শিশু তলিয়ে যায়। এ ঘটনায় বিয়ের কনেসহ ৪ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (বৃহস্পতিবার) সকাল থেকে নিখোঁজ শিশুটি উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।

সুদীপ্ত/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়