ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ কোরিয়ায় টানা ৩০ মাস চাকরি করলে ১০ বছর কর্মসংস্থানের সুযোগ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ৩১ ডিসেম্বর ২০২২   আপডেট: ২১:৩৪, ৩১ ডিসেম্বর ২০২২
দক্ষিণ কোরিয়ায় টানা ৩০ মাস চাকরি করলে ১০ বছর কর্মসংস্থানের সুযোগ

দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত ই-৯ ভিসাধারী বাংলাদেশি কর্মীরা ২০২৩ সাল থেকে কোনো কোম্পানিতে একটানা আড়াই বছর কাজ করলে ১০ বছর পর্যন্ত একই ভিসায় দেশটিতে কর্মসংস্থানের সুযোগ পাবেন।

সিউলে বাংলাদেশ দূতাবাস শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়, দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ই-৯ ভিসাধারী কোনো কর্মী ২০২৩ সালের জানুয়ারি থেকে কোনো কোম্পানিতে একটানা আড়াই বছর (৩০ মাস) কর্মরত থাকলে তিনি ১০ বছর পর্যন্ত একই ভিসায় দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাবেন। এজন্য আগের নিয়মে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রয়োজন হবে না। কোনো কর্মী যদি প্রথম কোম্পানিতে একটানা দুই বছর (২৪ মাস) কর্মরত থাকেন, তিনিও এ সুযোগ নিতে পারবেন।

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের নিকটস্থ জব সেন্টার থেকে একটি সনদপত্র গ্রহণ করার পাশাপাশি দেশটিতে বাংলাদেশি কর্মীদের কর্মস্থল পরিবর্তন না করে এ সুযোগ গ্রহণ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়