ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নগরীর গাছের সংখ্যা জানেন না বনমন্ত্রী!

নাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ২৬ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নগরীর গাছের সংখ্যা জানেন না বনমন্ত্রী!

আনোয়ার হোসেন মঞ্জু

সংসদ প্রতিবেদক : রাজধানী ঢাকার জনসংখ্যা ২ কোটি। কিন্তু  এই নগরীতে গাছের সংখ্যা কত, তা জানেন না পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। জাতীয় সংসদে এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি।

 

সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য আবদুল লতিফ পরিবেশ ও বনমন্ত্রীকে প্রশ্ন করেন, ঢাকার লোকসংখ্যা দুই কোটি। কিন্তু গাছের সংখ্যা ৩ লাখের বেশি নয়। আসলে ঢাকায় গাছের সংখ্যা কত?
উত্তরে বনমন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে কত গাছ আছে, তার সংখ্যা থাকতে পারে সিটি করপোরেশনের কাছে। রাজধানীর বনায়নের বিষয়টি দেখে সিটি করপোরেশন।
 

বনবিভাগ নগরবাসীকে গাছ লাগাতে উৎসাহিত করে আর নার্সারি থেকে কম মূল্যে চারা বিক্রি করে।
একটি আদর্শ নগরীতে জলাভূমি,পয়ঃপ্রণালী, সড়ক, অবকাঠামো, খালি জায়গা ও পরিবেশ সম্মত বর্জ্য ব্যবস্থাপনা থাকা জরুরি।

 

ঢাকা শহরে আছে কী ? অবশ্য এর কোনো উত্তর দেননি বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

 

 

রাইজিংবিডি/২৬ জানুয়ারি ২০১৫/নাগ/রাজু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়