প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় মাসুদ রানা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার উজিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদ রানা ওই উপজেলার খাড়োগ্রাম এলাকার কায়েস আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে ওই প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে মাসুদ। এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, ‘মাসুদ রানা নামের এক যুবককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সে এখন পুলিশের হেফাজতে আছে। আগামীকাল শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
মেহেদী/কেআই