ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাওরের পানিতে গোসলে নেমে যুবক নিখোঁজ 

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ২৬ জুলাই ২০২৪  
হাওরের পানিতে গোসলে নেমে যুবক নিখোঁজ 

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরের পানিতে গোসল করতে নেমে রাজন মিয়া (৩২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৬ জুলাই) দুপুরের দিকে উপজেলার হাসানপুর ব্রিজ এলাকা থেকে নিখোঁজ হন তিনি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক জানান, নিখোঁজ রাজন মিয়া কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকার মালেক মিয়ার ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি। তাকে উদ্ধারে ডুবুরি দল ঘটনাস্থলে আসছে।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, বড় ভাইয়ের সঙ্গে বড়শি দিয়ে মাছ ধরতে কিশোরগঞ্জের করিমগঞ্জের হাসানপুর ব্রিজ এলাকায় যান রাজন মিয়া। মাছ ধরা শেষে হাওরের পানিতে গোসল করতে নামেন তিনি। এসময় প্রবল স্রোতে তিনি পানিতে তলিয়ে যান।

রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়