ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাশকতার মামলায় মাগুরায় গ্রেপ্তার ১১

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ২৬ জুলাই ২০২৪  
নাশকতার মামলায় মাগুরায় গ্রেপ্তার ১১

কোটা আন্দোলনে সহিংসতা এবং নাশকতার মামলায় মাগুরায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ও শুক্রবার (২৬ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে জেলায় মোট ৪০ জন গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির আইনজীবী অ্যাডভোকেট শাহেদ হাসান টগর।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। 

আরো পড়ুন:

মাগুরা জেলা বিএনপির আইনজীবী অ্যাডভোকেট শাহেদ হাসান টগর বলেন, গত ১৯ জুলাই ছাত্র আন্দোলনের সময় পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার কথা উল্লেখ করে কয়েকটি ধারায় মামলা করে। এরপর বিএনপির দলীয় প্রায় ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার দেখায় পুলিশ। গ্রেপ্তারকৃতদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি আমাদের দলের নৈতিক সমর্থন ছিল। এটা দলীয়ভাবে আগেই ঘোষণা করা হয়েছিল। আন্দোলনকে ভিন্নখাতে নেওয়ার জন্য মামলায় আমাদের জড়ানো হয়েছে নাশকতাকারী হিসাবে। এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। শিক্ষার্থীদের কোটা সংস্কার অন্দোলনে যে নাশকতা হয়েছে, তাতে বিএনপির কোনো হাত নেই।’

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেহেদি রাসেল বলেন, চলতি সপ্তাহে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের নিয়মিত অভিযানের অংশ এটি। গ্রেপ্তারকৃতরা সবাই কোনো না কোনো মামলায় আসামি।’

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়