ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেক্ষাগৃহে আসছে ‘ফুলজান’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১ জুন ২০২৩  
প্রেক্ষাগৃহে আসছে ‘ফুলজান’

গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ‘ফুলজান’। আগামী ১৬ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ উপলক্ষ্যে গত ৩০ মে সিনেমাটির ট্রেইলার উন্মোচিত হয়। রাজধানীর বিদ্যুৎ ভবনে ট্রেলার উন্মোচনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ। 

এই সিনেমার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, ফুলজান সিনেমা লিখতে গিয়ে আমি অনেক বার কেঁদেছি। এটি আমার অনেক পছন্দের একটি গল্প। ফুলজান নামে একটি নাটক আছে যা মঞ্চস্থ করেছি অনেকবার। সেখান থেকেই এই ভাবনা। এই সিনেমার পরতে পরতে অনেক রোমান্স ও টুইস্ট রয়েছে। মেয়েদের পাশাপাশি পুরুষরাও নানাভাবে মানসিক যন্ত্রণায় ভুগছে। তাদের সেই কষ্ট, সামাজিক অসঙ্গতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস এই সিনেমা আপনাদের ভালো লাগবে।’  

এটুএস মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ফুলজান’ চলচ্চিত্রে অভিনয় করেছেন মিষ্টি জান্নাত, আমিনুল ইসলাম বাচ্চু ,সনি রহমান, রিয়াদ রায়হান অবাক, জেসমিন জারা, লিটন খন্দকার, মশিউল হক মনা, কবির টুটুল, আশিষ কুমার, ইসমাইল খান, শিলা, পাপিয়া, রাকিব, প্রশান্ত প্রমুখ।

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়