ঢাকা     শনিবার   ০৭ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৩ ১৪৩১

বিএন‌পি নেতা খন্দকার মাহবুব লাইফ সা‌পো‌র্টে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ২৮ ডিসেম্বর ২০২২  
বিএন‌পি নেতা খন্দকার মাহবুব লাইফ সা‌পো‌র্টে

ফাইল ছবি

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চি‌কিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বারের একাধিকবারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন লাইফ সাপোর্টে আছেন। 

অ্যাড‌ভো‌কেট মাহবুব হো‌সে‌নের পরিবারের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসু‌দ্দিন দিদার জানান, মঙ্গলবার (২৭ ডি‌সেম্বর) হঠাৎ শ্বাস কষ্ট শুরু হলে খন্দকার মাহবুব হোসেনকে রাজধানীর এভার কেয়ার হাসপাতা‌লে ভ‌র্তি করা‌নো হয়। 

তখন থে‌কেই তাকে অক্সিজেনের জন্য ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে। পরিবার ও দলের পক্ষ থেকে খন্দকার মাহবুবের আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে বলে জানান শামসু‌দ্দিন দিদার।

 

‌মেয়া/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়