ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিজয়নগরে দোকানে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ২৫ মার্চ ২০২৩  
বিজয়নগরে দোকানে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আউলিয়া বাজারে অতিরিক্ত মূল্যে মুদিমাল বিক্রি ও মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় চারটি দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার আউলিয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, মূল্য তালিকা থেকে অতিরিক্ত মূল্যে মুদিমাল বিক্রি করায় খাঁন ডিপার্টমেন্ট স্টোর ও সন্তুষ্ট পাল স্টোরকে ভোক্তা আইনে ৩ হাজার করে ৬ হাজার টাকা এবং মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়িকে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানাসহ ৮ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। জরিমানার পাশাপাশি দোকানিদের বেশি দামে মুদিমাল বিক্রি না করতে মৌখিকভাবেও সতর্ক করা হয়। 

তিনি জানান, বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মোজ্জামেলসহ তদন্ত কেন্দ্রের সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন।
 

মাইনুদ্দীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়