ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানেকে ছাড়াই ‘কয়েকটি ম্যাচ’ খেলতে হবে সেনেগালকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ১৬ নভেম্বর ২০২২  
মানেকে ছাড়াই ‘কয়েকটি ম্যাচ’ খেলতে হবে সেনেগালকে

বিশ্বকাপ শুরুর ১২ দিন আগে পায়ে চোট পেয়েছেন সেনেগালের সেরা খেলোয়াড় সাদিও মানে। তবুও তাকে রেখে বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ আলিউ সিসে। গত রোববার তাকে ছাড়া কাতারে পা রেখেছে আফ্রিকান চ্যাম্পিয়নরা। কবে মানে দলের সঙ্গে যোগ দেবেন তাও অনিশ্চিত। তবে প্রথম ‘কয়েকটি ম্যাচ’ তাকে পাওয়া যাবে না বলেছেন সেনেগাল ফুটবল ফেডারেশনের একজন বোর্ড সদস্য।

আব্দুলায়ে সো বলেন, টুর্নামেন্টের শুরুতে সেনেগালকে তাদের সেরা খেলোয়াড়কে ছাড়াই মানিয়ে নিতে হবে এবং এনিয়ে বেশি হাহাকার করার দরকার নেই। তার বক্তব্য, ‘প্রথম কয়েকটা ম্যাচ সাদিওকে ছাড়াই আমাদের খেলতে হবে এবং জিততেও হবে তাকে ছাড়া। কারণ সাদিও ছাড়াও দলে আরও ২৫ খেলোয়াড় আছে। কেউ এটা চেয়েছিল না, কিন্তু সেটাই হলো।’

আরো পড়ুন:

সো অবশ্য বলেননি, কয়টি ম্যাচ মানে খেলতে পারবেন না। সেনেগাল বা বায়ার্ন মিউনিখের কোনও কর্মকর্তার কাছ থেকে বক্তব্য পাওয়া যায়নি।

সেনেগালের প্রথম ম্যাচ সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে। কিন্তু মানে বায়ার্ন মেডিক্যাল টিমের পরবর্তী টেস্ট রিপোর্ট পাওয়ার অপেক্ষায়। বর্তমান আফ্রিকান চ্যাম্পিয়নরা চারদিন পর স্বাগতিক কাতারের মুখোমুখি হবে। ২৯ নভেম্বর তাদের শেষ গ্রুপ ম্যাচ ইকুয়েডরের সঙ্গে। 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়