ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেট্রোরেল উদ্বোধনে নিরাপত্তায় থাকবে র‌্যাবের হেলিকপ্টার 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ২৭ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৬:০২, ২৭ ডিসেম্বর ২০২২
মেট্রোরেল উদ্বোধনে নিরাপত্তায় থাকবে র‌্যাবের হেলিকপ্টার 

ফাইল ছবি

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মইন বলেছেন, মেট্রোরেল উদ্বোধনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে র‌্যাবের স্পেশাল ফোর্স, হেলিকপ্টার, ডগ স্কোয়াড ও বোম্ব ডিস্পোজাল ইউনিট।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে কারওরান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টার সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

কমান্ডার মঈন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধনের পর উত্তরা থেকে আগারগাঁও যাবেন। ১০ মিনিটের এই যাত্রায় র‌্যাবের পক্ষ থেকে সাদা পোশাকে গোয়েন্দারা বহুতল ভবনে অবস্থান নেবে। পাশাপাশি আকাশে র‌্যাবের হেলিকপ্টার প্রস্তুত থাকবে। মূলত উদ্বোধনী অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আমরা আইনশৃঙ্খলা অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করবে।

উল্লেখ্য, বুধবার (২৮ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত এ ট্রেন চলাচল করবে। 

/মাকসুদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়