ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে তিন দিনের ইজতেমা শুরু

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ৩০ ডিসেম্বর ২০২২  
যশোরে তিন দিনের ইজতেমা শুরু

ফজর নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে আজ যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। 

শুক্রবার (৩০ ডিসেম্বর)  জেলা তাবলীগ জামাত মাওলানা সাদ গ্রুপের আয়োজনে শহরের মারকাস মসজিদ মাঠে এ ইজতেমা শুরু হয়। 

যশোরসহ পাশ্ববর্তী জেলা নড়াইল, ঝিনাইদহ ও সাতক্ষীরার মানুষ এই ইজতেমায় অংশ নিচ্ছেন। ১৫ থেকে ২০ হাজার মুসল্লির সমাগম হবে বলে জানিয়েছেন আয়োজকরা।  

ইজতেমা মাঠের জিম্মাদার মুজিবর রহমান বলেন, ইজতেমা ময়দানের সব কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বিশাল জায়গা জুড়ে অবস্থিত মাঠটি ত্রিপল দিয়ে ঘেরা হয়েছে। হাজার হাজার মুসল্লির পয়নিষ্কাশনের জন্য ২৫০টি টয়লেটের ব্যবস্থা রয়েছে। এছাড়া দুই শতাধিক অজু ও গোসলখানা নির্মাণ করা হয়েছে। অর্ধশতাধিক মাইক টাঙানো হয়েছে। ইজতেমা মাঠে মুসল্লিদের প্রবেশের জন্য চারটি গেট নির্মাণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, ইজতেমায় ৫টি বিদেশি জামাত অংশ নিচ্ছে। মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও মোর্তানিয়া এই ৫টি দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছেন। রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।  

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, যশোরের পুলিশ সুপার মহোদয় নিরাপত্তার বিষয়টি তত্ত্বাবধান করছেন।

রিটন/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়