ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীর সঙ্গে বাজি ধরে শ্বশুরের গ্রামে গরু চুরি, জামাইসহ আটক ৩

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ২২:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
স্ত্রীর সঙ্গে বাজি ধরে শ্বশুরের গ্রামে গরু চুরি, জামাইসহ আটক ৩

কুমিল্লায় স্ত্রীর সঙ্গে বাজি ধরে শ্বশুরের গ্রামে গরু চুরি করেন জামাই। তবে শেষ রক্ষা হয়নি, ফেরার পথে পুলিশের চেকপোস্টে ধরা পরে যান। গরু চুরির ঘটনায় জামাইসহ ৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- মো. জুয়েল, মো. রাসেল ও মো. সুজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুয়ার টাকা জোগাতে স্ত্রীর সঙ্গে বাজি ধরেন জুয়েল নামের এক যুবক। সোমবার রাতে দুই বন্ধুকে নিয়ে শ্বশুরের গ্রামে গরু চুরি করেন। সেই গরু নিয়ে ফেরার পথে পুলিশের চেকপোস্টে ধরা পড়ে যান তারা।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘আটক তিনজনই পেশাদার চোর এবং জুয়ারি। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে।’

রুবেল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়