হবিগঞ্জে সর্বোচ্চ আয়কর দিয়েছেন মিজানুর রহমান
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেনের হাত থেকে পুরস্কার নিচ্ছেন মিজানুর রহমান শামীম
২০২১-২০২২ কর বছরে হবিগঞ্জ জেলার সর্বোচ্চ আয়কর দিয়েছেন রোটারিয়ান মিজানুর রহমান শামীম।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে কর অঞ্চল সিলেটের সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন তার হাতে সম্মাননা স্মারক ক্রেস তুলে দেন।
হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রোটারিয়ান মিজানুর রহমান শামীম নিজ ব্যবসার পাশাপাশি তৃণমূল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি লোকজনের মাঝে একজন সাদা মনের মানুষ হিসেবে পরিচিত।
মামুন/বকুল