ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্য ১৭ জন

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৭, ১৪ নভেম্বর ২০২১   আপডেট: ০০:২৩, ১৪ নভেম্বর ২০২১
হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্য ১৭ জন

নতুন সদস্য অন্তর্ভুক্ত করেছে হবিগঞ্জ প্রেসক্লাব। প্রেসক্লাব মিলনায়তনে গত ৪ নভেম্বর অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় গঠনতন্ত্র মোতাবেক জেলার ১৭ জন সাংবাদিককে স্থায়ী সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবারর (১৩ নভেম্বর) সন্ধ্যায় ওই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের সঞ্চালনায় ওই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, প্রদীপ দাশ সাগর, ফজলে রাব্বী রাসেল প্রমুখ।

আরো পড়ুন:

সভায় যাদেরকে নতুন সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তারা হলেন- দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি শহীদ উদ্দিন চৌধুরী, দৈনিক হবিগঞ্জের জননী’র সম্পাদক আলহাজ্ব মো. আবু লেইছ, দৈনিক খোয়াই’র বার্তা সম্পাদক সাইফ আহছান, বিজয় টিভি’র জেলা প্রতিনিধি মো. ইলিয়াছ আলী মাসুক, দৈনিক আজকের পত্রিকা জেলা প্রতিনিধি কাজল সরকার, দৈনিক সংবাদ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম, দৈনিক তরফবার্তা’র বার্তা সম্পাদক হোসাইন মোঃ হেলিম, দৈনিক জনকণ্ঠ ও রাইজিংবিডি ডটকমের জেলা প্রতিনিধি মো. মামুন চৌধুরী, দৈনিক স্বদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি দিদার এলাহী সাজু, দৈনিক প্রভাতী খবর জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবন, দৈনিক স্বদেশ বার্তা’র বার্তা সম্পাদক জাহাঙ্গীর আলম জেনি, দৈনিক খোলাকাগজ মো. সহিবুর রহমান, দৈনিক সমাবেশ জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, দৈনিক গণকণ্ঠ জেলা প্রতিনিধি এ এইচ রুবেল, দৈনিক আজকের বসুন্ধরা জেলা প্রতিনিধি আব্দুল হান্নান স্বপন, দৈনিক সমাচারের বার্তা সম্পাদক আখলাছ আহমেদ প্রিয়, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান চৌধুরী।

মামুন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়