ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৪ বছর পর প্রাক্তন প্রেমিকার সঙ্গে রোমান্স করবেন বিজয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ৪ জানুয়ারি ২০২৩   আপডেট: ০৮:২৯, ৪ জানুয়ারি ২০২৩
১৪ বছর পর প্রাক্তন প্রেমিকার সঙ্গে রোমান্স করবেন বিজয়

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী থালাপাতি বিজয় ও তৃষা কৃষ্ণান। জুটি বেঁধে অভিনয়ের পাশাপাশি আলাদা আলাদাভাবেও অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তারা। এখানেই শেষ নয় ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন তৃষা-বিজয়।

এটি ২০০৫ সালের ঘটনা। ‘গিলি’ সিনেমায় কাজ করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে বলে গুঞ্জন উঠেছিল। বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি। এই খবর প্রকাশ্যে আসার পর স্ত্রীর সঙ্গে বিজয়ের দূরত্ব তৈরি হয়েছিল। পরবর্তীতে এ সম্পর্ক আর আগায়নি। তবে ২০০৮ সালে ‘কুরুভি’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে অভিনয় করেন। তারপর কেটে গেছে দীর্ঘ ১৪ বছর। বিরতি ভেঙে প্রাক্তন প্রেমিকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন বিজয়।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক লোকেশ কঙ্গরাজ নির্মাণ করছেন ‘থালাপাতি ৬৭’ সিনেমা। এতে অভিনয় করছেন থালাপাতি বিজয়, তৃষা কৃষ্ণান, মনসুর আলী খান, সঞ্জয় দত্ত, গৌতম বাসুদেব, প্রিয়া আনন্দ প্রমুখ। চেন্নাইয়ে সিনেমাটির দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন বিজয়, তৃষা, মনসুর আলী খান।  

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন— ‘প্রথম শিডিউলে ১০ দিনের শুটিং হবে। ইভিপি ফিল্ম সিটিতে গানের দৃশ্যধারনের কাজ হবে। আর এ গানে অংশ নেবেন বিজয়-তৃষা।’

জানা যায়, বয়স্ক একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে বিজয়কে। তবে তরুণ বয়সের বিজয়-তৃষাকে একসঙ্গে রোমান্স করতে দেখা যাবে।

বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিস্ট’। মুক্তির প্রতীক্ষায় রয়েছে ‘বারিসু’ সিনেমাটি। এটি পরিচালনা করছেন বামসি পেইদিপাল্লী। সিনেমাটিতে বিজয়ের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। আগামী ১২ জানুয়ারি ভারতজুড়ে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

তৃষা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাঙ্গি’। তা ছাড়াও তার হাতে রয়েছে তামিল ভাষার ‘পোনিয়িন সেলভান টু’, ‘দ্য রোড’, ‘সাথুরাঙ্গা ভেট্টাই টু’ ও মালায়ালাম ভাষার ‘রাম: পার্ট টু’ সিনেমার কাজ। এর মধ্যে পোনিয়িন সেলভান টু’, ‘সাথুরাঙ্গা ভেট্টাই টু’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আর অন্য দুটি সিনেমার শুটিং এখনো শেষ হয়নি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়