ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘অবসর নিয়ে যা বললেন নেইমার’

নেছার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ২৮ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অবসর নিয়ে যা বললেন নেইমার’

নেইমার দ্য সিলভা

ক্রীড়া ডেস্ক : বয়স মাত্র ২২ বছর। আসছে ৫ ফেব্রুয়ারি তেইশে পা রাখতে চলেছেন নেইমার। এই বয়সে অনেকে আন্তর্জাতিক ফুটবলে অবদান রাখতে শুরু করেন।

 

কিন্তু নেইমারের ক্ষেত্রে কিন্তু তেমন ঘটেনি। বাইশ বছর বয়সেই ব্রাজিলের মহাতারকাদের আসনে নিজেকে আসীন করেছেন। সেলেকাওদের ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন নেইমার। নামের পাশে  যোগ করেছেন ৪২ গোল। খেলেছেন মাত্র ৬০ ম্যাচ। ২০১৩ সালে কনফেডারেশনস কাপের শিরোপা এনে দিয়েছিলেন ব্রাজিলকে।

 

২০১৩ সালে স্বদেশী ক্লাব সান্তোস ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমান নেইমার। প্রথম মৌসুমে তেমন ভালো করতে পারেননি। কিন্তু চলমান মৌসুমে তিনি ফিরেছেন স্বরূপে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পাল্লা দিয়ে গোল করে যাচ্ছেন ব্রাজিলের অধিনায়ক।

 

তিনি হয়তো অনুধাবন করতে শুরু করেছেন, এসব একদিন অতীত হবে। নিতে হবে অবসর। তুলে রাখতে হবে প্রিয় জার্সি। হোক সেটা আন্তর্জাতিক ফুটবল কিংবা ক্লাব ফুটবল। কোনো একদিন ফুটবলকে ‘বিদায়’ বলে দিতে হবে। তাই আগেভাগে জানান দিয়ে রাখলেন, ক্লাব ফুটবলে বার্সার হয়েই অবসর নিতে চান তিনি।

 

এ বিষয়ে নেইমার বলেন, ‘আমি বার্সায় খেলেই ক্যারিয়ারের ইতি টানতে চাই। এখানে থেকেই অবসর নেওয়ার পরিকল্পনা রয়েছে। বার্সা ছেড়ে অন্য কোনো ক্লাবে যাওয়ার ইচ্ছা নেই আমার। কাতালান ক্লাবটিতে আমি অনেক সুখে আছি। মেসি-ইনিয়েস্তাদের সঙ্গে থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শেখার চেষ্টা করছি। এই ক্লাবের হয়ে আমি অনেক শিরোপা জিততে মুখিয়ে রয়েছি।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৫/নেছার/নওশের

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়