ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শীতকালে জলপাই কেন খাবেন?

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ২১ নভেম্বর ২০২৫   আপডেট: ০৯:৩৮, ২১ নভেম্বর ২০২৫
শীতকালে জলপাই কেন খাবেন?

ছবি: প্রতীকী

শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং অনেকে হাড়ের ব্যথায় ভুগতে শুরু করেন। এই সময়ে খাবারে জলপাই যোগ করে এসব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কারণ জলপাইতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা বিভিন্ন উপকারে অবদান রাখতে পারে, যেমন কোলেস্টেরল এবং রক্তচাপ কমানো। 

জলপাই সরাসরি, সালাদ, আচার, সস বা টক রান্না করে খাওয়া যায়। এ ছাড়া জলপাইয়ের তেল সালাদ ড্রেসিং বা রান্নায় ব্যবহার করা যায়। প্রক্রিয়াজাত জলপাই যেমন আচার পরিমিত পরিমাণে খেতে পারেন। 

আরো পড়ুন:

জলপাই ক্যান্সার এবং হাড়ের ক্ষয়ের ঝুঁকি কমাতে পারে। এছাড়াও জলপাইয়ের নানা উপকারিতা রয়েছে।

এক. জলপাই ভিটামিনেন একটি ভালো উৎস। এতে আছে মনোস্যাটুরেটেড ফ্যাট এবং ভিটামিন-ই। যা কোষের অস্বাভাবিক গঠনে বাধা দেয়। ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে।

দুই. হৃদপিণ্ডের রক্তনালীতে চর্বি জমে গেলে হার্টএ্যটাক করার সম্ভাবনা বাড়ে। জলপাইয়ের অ্যান্টি অক্সিডেন্ট হার্ট ব্লক হতে বাধা দেয়। জলপাইয়ে রয়েছে মোনো-স্যাচুরেটেড ফ্যাট, যা আমাদের হার্টের জন্য খুবই উপকারী।

তিন. জলপাই আয়রনের ভালো উৎস, আয়রন আমাদের শরীরের রক্ত চলাচল করাতে সহায়তা করে, আর প্রাকৃতিক আয়রনের উৎসের জন্য জলপাই অনন্য।

চার. জল পাইয়ে থাকা খাদ্যআঁশ পরিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে এবং হজমে সহায়তা করে।

তথ্যসূত্র: হেলথলাইন

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়