ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিভেদ মানুষ, সমাজ ও দেশকে দুর্বল করে দেয়: ধর্ম উপদেষ্টা

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৯:১৯, ৫ ডিসেম্বর ২০২৫
বিভেদ মানুষ, সমাজ ও দেশকে দুর্বল করে দেয়: ধর্ম উপদেষ্টা

কুমিল্লা ঈদগাহ ময়দানে আয়োজিত ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা। ছবি: সংগৃহীত

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “মতবিরোধ থাকা স্বাভাবিক, তবে ইসলামের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বিভেদ মানুষ, সমাজ ও দেশকে দুর্বল করে দেয়। এ দেশ আমাদের সবার। ঐক্য বজায় থাকলে ইসলাম আরো শক্তিশালীভাবে এগিয়ে যাবে এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে। বিচ্ছিন্নতা অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে।”

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন–২০২৫’ এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “বিভিন্ন সূচকে বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। যদি দুর্নীতি ও অর্থপাচার বন্ধ করা যায়, তাহলে বাংলাদেশ অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে যেতে পারবে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচারকারীরা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রকৃত দেশপ্রেমিক নাগরিক তৈরি করা।”

তিনি বলেন, “আমরা গীবত (পরের সমালোচনা) করব না। মানুষ বলে, ফেসবুক বলে; কিন্তু আমরা নিজেরা তা বলব না। নিজকে প্রশ্ন করুন, পরে আরেক জনকে বলুন। ঘৃণা থেকে সন্ত্রাস ছড়ায়।”

অনুষ্ঠানে বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিশরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের ক্বারী মাহদী গোলাম নেযাদ, ফিলিপাইনের ক্বারী মুহাম্মাদ নাযীর আসগার কোরআন তিলওয়াত করেন। 

কুমিল্লা ঈদগাহ ময়দানে এই প্রথম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আল-কুরআন একাডেমি, কুমিল্লার উদ্যোগে আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ দিকে ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়।

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়