ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাগরিক ঐক্যের মান্নাকে খেলাপি ঋণ পরিশোধে ব্যাংকের নোটিশ

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৯:১২, ৫ ডিসেম্বর ২০২৫
নাগরিক ঐক্যের মান্নাকে খেলাপি ঋণ পরিশোধে ব্যাংকের নোটিশ

মাহমুদুর রহমান মান্না। ফাইল ফটো

ইসলামী ব্যাংক বগুড়া বড়গোলা শাখা ‌‘আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেড’ নামে খেলাপি ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা পরিশোধে ‘কল ব্যাক নোটিশ’ জারি করেছে। এতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীকে চূড়ান্ত সতর্কতা প্রদান করা হয়েছে। 

গত ৩ ডিসেম্বর (বুধবার) ব্যাংকটির বগুড়া শাখা প্রধান মো. তৌহিদ রেজা সিডিসিএস স্বাক্ষরিত এই নোটিশে ব্যাক নোটিশ করা হয়।

আরো পড়ুন:

এবিএম নাজমুল কাদির জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া ৯ মামলার আসামি। তিনি কার্যক্রম নিষিদ্ধ শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। বর্তমানে নাজমুল কাদির পলাতক।

ব্যাংকের কল ব্যাক নোটিশে বলা হয়েছে, আফাকু কোল্ড স্টোরেজ একটি লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ করেননি। বারবার নোটিশ করা হলেও টাকা পরিশোধের কোনো চেষ্টাও করা হয়নি। ২০১০ সালে ২২ কোটি টাকার বিনিয়োগ অনুমোদন করা হলেও মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ না করায় বর্তমানে বকেয়া দাঁড়িয়েছে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা।  

নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না হলে তারা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

এ বিষয়ে কথা বলতে একাধিকবার মাহমুদুর রহমান মান্নার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও, তা সম্ভব হয়নি।

ইসলামী ব্যাংকের বড়গোলা শাখার শাখা প্রধান তৌহিদ রেজা বলেন, “আফাকুর চেয়ারম্যান মাহামুদুর রহমান তার লাভজনক প্রতিষ্ঠান হলেও তিনি চুক্তিমতো টাকা দিচ্ছেন না। এজন্য টাকা পরিশোধে তাকে নোটিশ দেওয়া হয়েছে।”

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়